বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও তরুণদের জন্য একটি মানবিক সমাজ উপহার দিতে চাই। তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন বিএনপি দেখছে, তাতে সব শ্রেণির মানুষের সম্পৃক্ততা জরুরি।”

রাজধানীর পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা
শনিবার (১৯ জুলাই) রাজধানীর পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে পল্লবী রূপনগর থানার ওলামা মাশায়েখ পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বৈরাচারী অপশক্তির বিরুদ্ধে বিএনপির সংগ্রাম তুলে ধরে তিনি বলেন, “যারা সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করছে, তাদের সঙ্গে ধর্ম, দেশ ও জনগণের কোনো সম্পর্ক নেই। সত্যিকারের বাংলাদেশি হিসেবে তারা পরিচিত হতে পারে না।”
আল কোরআনকে জাতীয় পাঠ্যক্রমে বাধ্যতামূলক করার বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে আমিনুল হক বলেন, “ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় তারেক রহমান অঙ্গীকারবদ্ধ। আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা আছে, যাতে সাধারণ মানুষ ও আলেম সমাজ উপকৃত হন।”
তিনি বলেন, “গণতন্ত্র, ভোট ও মৌলিক অধিকারের সংগ্রামে বিএনপির বহু নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষ জীবন উৎসর্গ করছেন। শহীদ জিয়াউর রহমান যেমন সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সংযোজন করে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিলেন, আজ আমরা তাঁর আদর্শে সমাজ পরিবর্তনের আন্দোলনে কাজ করে যাচ্ছি।”
সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা রূপরেখার প্রতি আলেম সমাজের সমর্থন কামনা করেন আমিনুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওলামা মাশায়েখ পরিষদ পল্লবী রূপনগর থানার সভাপতি হযরত মাওলানা আব্দুস সালাম এবং উদ্বোধন করেন হযরত মাওলানা মুহাম্মদ সালমান (হাফিজাহুল্লাহ)। সভা পরিচালনায় ছিলেন মাওলানা জাকির হোসাইন কাসেমী, মুফতি আব্দুল মালেক ও মাওলানা শামিম কবির।
সভায় স্থানীয় ওলামা-মাশায়েখগণও উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন।