সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজধানীর পল্লবী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা।
শুক্রবার (১৮ জুলাই) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য পারভেজ কবিরের নেতৃত্বে পল্লবী এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদও জানানো হয়।
মিছিল শেষে বক্তারা বলেন, বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ সব সময় অন্যায় এর বিরুদ্ধে কাজ করে এবং করে যাবে।
বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির গণসংযোগ সেল সদস্য পারভেজ কবির বলেন, চাঁদা দেওয়া এবং নেওয়া ২ টাই সমান অপরাধ। পল্লবীর মাটিতে কোন সন্ত্রাস ও চাদাবাঁজির ঠাই হবে না।