বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

দুর্নীতির জালে তারিক ও পরিবার, ৬২ কোটির তদন্ত

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী ও দুই কন্যার নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ থাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দালিলিকভাবে তারিক সিদ্দিক পরিবারের এসব সম্পদের মূল্য ৬২ কোটি টাকা বলা হলেও বাস্তবমূল্য কয়েকশ কোটি টাকা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

দুদকের অনুসন্ধানে তারিক আহমেদ সিদ্দিকের নামে ২৮ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। তার স্ত্রী শাহিন সিদ্দিকের নামে ২৫ কোটি ৭৭ লাখ এবং সিদ্দিক দম্পতির দুই মেয়ে নূরিন তাসফিয়া সিদ্দিক ও বুশরা সিদ্দিকের নামে যথাক্রমে তিন কোটি ৩৭ লাখ ও চার কোটি তিন লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানান, বাস্তবে তারিক সিদ্দিক পরিবারের কয়েকশ’ কোটি টাকা সম্পদের তথ্য দুদকে থাকলেও দালিলিক নথিতে ৬২ কোটি টাকা অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে। একইসাথে ১২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলায় স্ত্রী-দুই সন্তানসহ তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। দেশে-বিদেশে তার আরও সম্পদের খোঁজ পেয়েছে দুদক। ওই সম্পদগুলোর দালিলিক নথি হাতে পেলে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে।

পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবশালী উপদেষ্টা ও আত্মীয় তারিক সিদ্দিক। গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় রয়েছে তার ‘বাগানবিলাস’ নামের বিশাল এই বাগানবাড়ি। একইভাবে ফাওকাল এলাকায় ডুপ্লেক্স ভবনসহ বিশাল সম্রাজ্য গড়ে তোলেন।

রাজধানীর অভিজাত এলাকাতেও মিলবে তারিক সিদ্দিকের প্লট-ফ্ল্যাট। বারিধারা আবাসিক এলাকার পার্ক ভ্যালিতে রয়েছে ফ্ল্যাট, বারিধারা ডিওএইচএসে ৭ তলা বাড়ি।

ইতোমধ্যে বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে ৮০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে তারিক সিদ্দিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102