রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদান শীর্ষক আলোচনা

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

জুলাই আন্দোলনে মাদরাসার ছাত্র-শিক্ষকদের অসামান্য অবদান স্মরণ এবং শহীদদের মাগফিরাত কামনায় এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় উত্তরা কসাই বাজার রেল গেইট সংলগ্ন আমির’স চাইনিজ হোটেল এন্ড পার্টি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সভাপতি মুফতি কামালুদ্দিন। এ সময় ঢাকার বিভিন্ন মাদরাসার প্রিন্সিপাল, উস্তাদ, ছাত্রনেতা ও স্থানীয় গণ্যমান্য আলেমরা অংশগ্রহণ করেন।

সংগঠনের সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সুহাইল সাদির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রধান উপদেষ্টা আল্লামা শেখ আজিমুদ্দিন।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আহমদ আলী কাসেমী ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারার প্রিন্সিপাল মুফতি মনির হুসাইন কাসেমী, উইজডম একাডেমির প্রিন্সিপাল ও জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদীস মাওলানা মোহাম্মদ খাঁন, শহীদ মুগ্ধের পিতা জনাব মীর মুস্তাফিজুর রহমান, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন, বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সহ সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার, এনসিপি নেতা মাহতাব খাঁন বাঁধন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের স্মৃতিচারণ করে বলেন, “জুলাই আন্দোলন কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। এটা ছিল ঈমানদার ছাত্রদের আত্মত্যাগ, নৈতিক দৃঢ়তা এবং বাতিলের মোকাবেলায় আপসহীন অবস্থানের প্রতিচ্ছবি। মাদরাসার ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে—দেশ ও মানবতার প্রশ্নে ওলামায়ে কেরাম কখনো আপোষ করেনা। ”

বক্তারা বলেন, “জালিমের জুলুম, রাষ্ট্রীয় সন্ত্রাস ও ন্যায়ের পক্ষে কণ্ঠ তোলার অপরাধে যেসব ছাত্র শহীদ হয়েছেন, তারা আমাদের জাতির সম্মান। ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

সভায় জুলাইয়ে পুলিশের গুলিতে উত্তরায় নিহতের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয় এবং শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ, জাতি, মাদরাসা এবং উলামায়ে কেরামের শান্তি, নিরাপত্তা ও ঐক্য কামনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মুফতি সাইফুল ইসলাম, মাওলানা আবু তালহা মাসুদ, মাওলানা জাহিদুল ইসলাম,মাওলানা মোহাম্মদুল্লাহ, মুফতি এনায়েতুল্লাহ,মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা মাহমুদুল হাসান তাওহীদ, মাওলানা গাজী মাসুদুর রহমান, মাওলানা আবু বক্কর, মুফতি আফফান মানসুর, মুফতি সাইফুল ইসলাম, মুফতি ইশফাক আহমদ, মাওলানা আব্দুল কাদের, মাওলানা ইমদাদুল হক, মুফতি আহমদ হোসাইন, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা ওমর ফারুক, মাওলানা সাইদুল ইসলাম আজাদ, মাওলানা রিয়াদ খান, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা সুলাইমান, ফজলুল হক মাওলানা আল আমিন, মাওলানা মাহাম্মদুল্লাহ, মাওলানা আমিনুল ইসলামসহ বিভিন্ন থানার দায়িত্বশীলবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102