ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। বুধবার ইসরাইলের এ আবেদন খারিজ করে দেওয়া হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক রায়ে জানানো হয়, বিচারকরা ফিলিস্তিনি ভূখণ্ডে নৃশংস অপরাধের বিষয়ে আইসিসির বৃহত্তর তদন্ত স্থগিত করার জন্য ইসরাইলের অনুরোধও প্রত্যাখ্যান করেছেন।
গাজায় যুদ্ধের বিষয়ে আইসিসির বিচার বিভাগের এখতিয়ারের বিরুদ্ধে আপিল করে ইসরাইল। এটা আপিল বিচারাধীন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত গ্রেফতারি পরোয়ানার বৈধতা বজায় থাকবে।
এই এখতিয়ার সম্পর্কিত রায়ের জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেনি আইসিসি।
২০২৩ সালের ২১ নভেম্বর গাজা সংঘাতের সময় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু, গালান্ত এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে আইসিসি। ফেব্রুয়ারিতে হামাস নেতা আল-মাসরির মৃত্যুর তথ্য গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা বাতিল করা হয়।
যুদ্ধাপরাধের তদন্ত বাতিল করার জন্য আইসিসির ওপর তীব্র চাপ রয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।
হেগ-ভিত্তিক এই আদালতের এখতিয়ার ইসরাইল অস্বীকার করে এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগকে মিথ্যা দাবি করে আসছে। ইসরাইল বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে তারা গাজায় সামরিক অভিযান চালাচ্ছে।
এর আগে গত জুনে আইসিসি চার বিচারকের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানার জবাবে আইসিসির ইতিহাসে এই প্রথম এমন পদক্ষেপ নেয় ওয়াশিংটন। ওই চার বিচারকের মধ্যে দুজন ছিলেন ইসরাইলের আবেদন খারিজে সংশ্লিষ্ট বিচারক প্যানেলে