রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

ষড়যন্ত্রকারীরা সক্রিয়, রুখে দাঁড়াতে হবে: আমিনুল হক

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও বিচার বিভাগের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। সরকারপন্থী চক্র এখনো সক্রিয়ভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত। এ অবস্থায় জনগণকে সচেতন হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রূপনগর থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “আমার দেশ, আমার মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” স্লোগানে অনুষ্ঠিত এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।

আমিনুল হক বলেন, “সংস্কার ও বিচার প্রক্রিয়ার নামে এখন নির্বাচনী ষড়যন্ত্র চলছে। তথাকথিত ‘আলবাটর বাহিনী’ নির্বাচন বিলম্বে সক্রিয়। ১১ মাসেও সংস্কারের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাতে দেশের মানুষ স্বস্তি পেয়েছিল। কিন্তু কিছু গোষ্ঠী এই ঐক্য মেনে নিতে না পেরে ষড়যন্ত্রে মেতে উঠেছে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আমজাদ হোসেন মোল্লা, আলী আহমেদ রাজু, অলিউল হাসানাত তুহিনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে আমিনুল হক ও নেতাকর্মীরা রূপনগরের বিভিন্ন এলাকায় নিম গাছের চারা রোপণ করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102