বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

গোপালগঞ্জে যৌথ অভিযানে ২০ জন আটক

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে বুধবার দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর রাত থেকে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ অভিযান শুরু হয় রাতেই।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানিয়েছেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলমান অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে।

আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ওসি আরও জানান, বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে কারফিউ পরিস্থিতিতে শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102