রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

উত্তরায় জুলাই শহীদদের স্মরণে গর্বিত আয়োজন

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর উত্তরা ১১নং সেক্টরে বুধবার (১৬ জুলাই, ২০২৫) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল পালিত হয়েছে। গত বছরের (২০২৪) ঐতিহাসিক ছাত্র গণ-আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফিরোজ জামান এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মাদ সালাহউদ্দিন ভূঁইয়া।

বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আ ক ম জাহিদ হোসেন এবং বাইতুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী মুহাম্মাদ আরব আলী।

বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে যে গণ-অভ্যুত্থান হয়েছিল তা ছিল রাষ্ট্রীয় দুঃশাসনের বিরুদ্ধে এক অনন্য প্রতিবাদ। এ দেশের ইতিহাসে তারা চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

স্মরণসভায় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোগল ভূঁইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিরুল ইসলাম ভূঁইয়া সুমন, শিক্ষা ও স্বাস্থ্য সম্পাদক শাহাদাৎ হোসেন এবং ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আশরাফুল ইকবাল ভূঁইঞা সুজন, সহ-নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান রাজা।

অনুষ্ঠান শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

বক্তারা বলেন, “আলোচনা সভাটি শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, ছিল ছাত্র শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভবিষ্যৎ আন্দোলনের জন্য প্রেরণার উৎস। ২০২৪ সালের সাহসী ছাত্র আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। উত্তরা ১১নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগ সেই ইতিহাসকে স্মরণ করলো রাষ্ট্রীয় মর্যাদা ও জনগণের ভালোবাসার মাধ্যমে।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102