শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

পরিস্থিতির দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে: নাহিদ ইসলাম

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গোপালগঞ্জের বুধবারের রক্তক্ষয়ী ঘটনায় সরকার ও প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি চারজন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি লেখেন, “আমরা কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না। সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়ায় আইনের আওতায় আনতে হবে।”

নাহিদ ইসলাম দাবি করেন, প্রশাসন ও গোয়েন্দা সংস্থা সময়মতো সঠিক পদক্ষেপ নিলে এ ধরনের পরিস্থিতি এড়ানো যেত। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এ দায়ভার সরকার ও প্রশাসনকেই নিতে হবে।”

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতারের পাশাপাশি শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102