পাবনার বেড়া উপজেলায় আমিনপুর থানায় ২০০টি স্বর্ণের আংটিসহ চোরাকারবারি সন্দেহে এক নারীকে আটক করেছে নৌ পুলিশ। গতকাল সোমবার (১৪ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। আটক নারী হলেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাক আলীর স্ত্রী করুনা খাতুন (২৫)
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটককৃত নারী করুনা খাতুন মাঝেমধ্যেই কাজিরহাট লঞ্চঘাট হয়ে চলাচল করে।শুরু থেকেই তার আচরণ ছিল সন্দেহজনক। সবশেষ সোমবার সন্ধ্যায় তার যাত্রাপথের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ঘাটে থাকা নৌ পুলিশকে বিষয়টি জানান স্থানীয়রা। পরে তার ব্যাগে তুলায় মোড়ানো মোট ৪৮ ভরির ২০০টি স্বর্ণের আংটি পাওয়া যায়। এর আনুমানিক মূল্য ৫৭ লাখ ৮০ হাজার টাকা।