বিএনপি একটি সমুদ্রের মতো বড় দল। এখানে একজন-দুজন কর্মীর ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে গোটা দলকে দোষারোপ করা অনুচিত- এসব কথা বলেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন।
আজ বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় আয়োজিত বিএনপির এক বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফাজ উদ্দিন বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সর্বদা রাজপথে থাকবে।
এর আগে উত্তরার আজমপুর আমির কমপ্লেক্সের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে অংশ নেয় হাজারো বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলটি আজমপুর থেকে শুরু হয়ে ১২ নম্বর সেক্টর খালপাড় এসে শেষ হয়।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে এ সময় দলীয় ব্যানার ফেস্টুন হাতে এসব নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেয়।