বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

চীনে গিয়ে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন জয়শঙ্কর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক তিক্ত হওয়ার পর মঙ্গলবার প্রথমবার শি জিনপিংয়ের সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর।

নিজের এক্স পোস্টে জয়শঙ্কর লিখেছেন, তিনি জিনপিংয়ের সঙ্গে ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে কথা বলেছেন এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা তার কাছে পৌঁছে দিয়েছেন। এর আগে গত বছর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির সাক্ষাৎ হয়েছিল এসসিও সম্মেলনে।

ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ হবে : আলী রীয়াজ এই বৈঠকগুলোর পরে জয়শঙ্কর এক্স বার্তায় লিখেছেন, ‘গত অক্টোবরে কাজানে প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত হচ্ছে। আমি আশাবাদী যে, এই বৈঠক আমাদের সম্পর্ককে আরো ইতিবাচক করে তুলবে।প্রতিবেশী এবং বৃহৎ অর্থনীতির দেশ হিসাবে আমাদের একে অপরকে পারস্পরিক অবস্থান খোলাখুলিভাবে জানানো উচিত।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102