সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭৩ মামলা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (১৩ জুলাই ২০২৫) দিনভর পরিচালিত বিশেষ অভিযানে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোট ১৮৭৩টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ৩৩৪টি যানবাহন ডাম্পিং এবং ১৭০টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় এবং চৌরাস্তায় অভিযান চালিয়ে এসব আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে অযোগ্য ড্রাইভিং, বেআইনি পার্কিং, লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোসহ নানা ধরনের নিয়ম লঙ্ঘনের অভিযোগে মামলা দেওয়া হয়।

ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানজট ও ট্রাফিক বিশৃঙ্খলা কমাতে ডিএমপি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। পুলিশ জানায়, যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, “সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় ট্রাফিক পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।”

সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের ধারাবাহিক পদক্ষেপ নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়াবে এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102