দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জুলাই) বিকালে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরে ওই সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মির্জাপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রিজভী, ফজল হক মুসল্লী, ইসলাম উদ্দিন,ইসমাইল হোসেনসহ গাজীপুর সদর উপজেলার যুবদল, ছাত্রদল, কৃষকদল, সেচ্ছাসেবী দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, একটি অদৃশ্য শক্তি ও কুসক্রী মহল বিএনপির সুনাম নষ্ট করার জন্য দেশব্যাপী চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের মত জঘন্যতম কাজ করে বিএনপির উপর দায় চাপাচ্ছেন বলে দাবি করেন। গাজীপুর সদর উপজেলা বিএনপি পক্ষ থেকে এই নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতাকর্মীরা।