গলাকেটে হত্যা করা হয়েছে। ভালুকা পৌর সভার পনাশাইল রোডে স্থানীয় হাইয়ুমের ভাড়া দেওয়া বাসায় ওই হত্যাকান্ডটি ঘটে। হত্যাকান্ডের শিকার তিনজন হলেন, নেত্রকোণা কেন্দোয়ার সেনের বাজার এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরব (২)। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসী জানায়, ভালুকা পৌর সভার পনাশাইল রোডের হাইয়ুম মিয়ার বাসায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়ায় বসবাস করতেন নেত্রকোণা কেন্দোয়ার সেনের বাজার এলাকার মো. রফিকুল ইসলাম। তিনি ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন।
১৪ জুলাইসোমবার সকালে তিনি কর্মস্থল থেকে ফিরে বাসার দরজা বন্ধ দেখেতে পান। পরে, দীর্ঘ সময় ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানার উপর স্ত্রীসহ দুই সন্তানকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ঘটনার পর থেকে একই বাসার পাশের কক্ষে বসবাসকারী নিহত ময়না বেগমের স্বামী রফিকুলের ভাই পলাতক রয়েছে।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. আমিনুল ইসলাম জানান, মাসহ দুই সন্তানকে গলাকেটে হত্যার ঘটনার তদন্ত চলছে। হত্যাকান্ডের রহস্য এখনো জানাযায়নি। লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে হত্যাকান্ডের মুটিভ জানাযাবে।