ঢাকা-১৮ আসনে গতকাল অনুষ্ঠিত হয়েছে একটি যুগান্তকারী কর্মসূচি—বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা—যার মাধ্যমে পরিবেশ রক্ষা, সংগঠন শক্তিশালীকরণ ও রাজনৈতিক সচেতনতার অভিন্ন বার্তা তুলে ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আফাজ উদ্দিন-এর তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ তৃণমূল পর্যায়ের সক্রিয় কর্মীরা।
পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে অঙ্গীকার
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। জনাব আফাজ উদ্দিন বলেন, “তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে ৬ কোটির বেশি গাছ লাগাবে। আজকের কর্মসূচি সেই উদ্যোগের সূচনা।”
তিনি সরকারের সমালোচনা করে বলেন, “গত ১৬ বছরে দেশে বন উজাড় করে দেওয়া হয়েছে। বিএনপি এই ধ্বংসের বিপরীতে সবুজ বিপ্লব ঘটাবে।”
রাজনৈতিক মতবিনিময়ে ভবিষ্যতের রূপরেখা
বৃক্ষরোপণ শেষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। জনাব আফাজ উদ্দিন বলেন, “নির্বাচনকে ঘিরে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু আমরা প্রস্তুত। কোনো অপপ্রচার বা চক্রান্ত বিএনপিকে দাবিয়ে রাখতে পারবে না।”
তিনি বলেন, “তারেক রহমান দেশে ফিরলে বাংলাদেশে আমূল পরিবর্তন আসবে। বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু যাদের জনভিত্তি নেই তারাই আগে থেকেই অপপ্রচারে লিপ্ত।”
আজকের কর্মসূচি বিএনপির রাজনৈতিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতামূলক প্রতিশ্রুতিকে একত্রে তুলে ধরেছে। দলটি প্রমাণ করছে—তারা কেবল ক্ষমতার রাজনীতিতে নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ বাংলাদেশ গড়ার দিকেও অগ্রসরমাণ।