রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

উত্তরায় ২৩ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

তেইশ হাজার পিস ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে উত্তরা ট্রাফিক বিভাগ। গ্রেফতারকৃতরা হলো ১। মো. আব্দুল হামিদ(২৮) ও ২। মো. রাহাত উল্লাহ। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

উত্তরা ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১২ জুলাই ২০২৫) বিকেল আনুমানিক ০৫.২৫ ঘটিকার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ মুখের গোলচত্বরে ট্রাফিক বিভাগের নিয়মিত চেকপোস্ট পরিচালনাকালে একটি মোটরসাইকেলকে থামার জন্য সংকেত দেওয়া হয়। উক্ত মোটরসাইকেলের কাগজপত্র চেক করার সময় পেছনে বসা মোটরসাইকেল আরোহী মো. আব্দুল হামিদের ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হলে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ২৩,০০০(তেইশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্রাফিক বিভাগ সূত্রে আরও জানা যায়, সম্প্রতি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের প্রেক্ষিতে মোটরসাইকেল তল্লাশি জোরদার করা হয়েছে। এছাড়া কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধেও ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102