রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

মিটফোর্ড কাণ্ডে জড়িতদের আটক করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১২ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর সূত্রাপুরে মিলব্যারাক পুলিশ লাইনে শনিবার সকালে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, মিটফোর্ড হাসপাতালে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। তিনি জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে জড়িতদের আটক করেছে—এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি বা বিলম্ব হয়নি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, শুধু মিটফোর্ড নয়, সম্প্রতি চাঁদপুরে এবং বিমানে ফোন করে আতঙ্ক ছড়ানোর মত স্পর্শকাতর ঘটনাতেও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে। প্রতিটি ক্ষেত্রেই দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হয়েছে।

অপরাধীদের বারবার আইনের ফাঁক গলে মুক্ত হয়ে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করা আমার দায়িত্ব নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে অপরাধীদের আইনের মুখোমুখি করা, এবং আমরা সেই কাজটাই করছি।”

তিনি আরও যোগ করেন, “বিচার প্রক্রিয়ার ধীরগতি বা আদালতের কাজ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দায় নেই। তবে এটুকু স্পষ্ট করে বলতে চাই—কোনো ঘটনায়ই বাহিনী নির্লিপ্ত বা নিষ্ক্রিয় নেই।”

মিলব্যারাক পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম পর্যালোচনা করেন এবং বাহিনীর তৎপরতা ও জননিরাপত্তা রক্ষায় আরো জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102