এবি পার্টির কাপাসিয়া উপজেলা শাখার সংগঠক সমাবেশ আজ দুপুরে আমরাইদ বাজারস্থ মোল্লা হোটেলে অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সদস্যদের মতামতের ভিত্তিতে গঠিত হয় ২১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি।
ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এজিএস ও ছাত্র নেতা মইনুল ইসলামকে আহ্বায়ক এবং সাংবাদিক নেতা মিজানুর রহমানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম আমজাদ খান। তিনি বলেন, “পূর্বের আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আগামী তিন মাসের মধ্যে উপজেলার ১১টি ইউনিয়নে প্রতিনিধি সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”
প্রধান অতিথি আরও বলেন, “আমরা ইতোমধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিদায় জানিয়েছি। এখন জনগণ নব্য চাঁদাবাজদের দৌরাত্ম্যে অতিষ্ঠ। মানুষের জীবনের নিরাপত্তা নেই, প্রতিদিন খুনের খবর! এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি সকল দেশপ্রেমিক ও গণতন্ত্রমনা রাজনৈতিক দলকে ঐক্যের ডাক দিয়ে বলেন, “দেশ সেবায় নিয়োজিত দলগুলোর বৃহত্তর ঐক্যই সময়ের দাবি—ইনশাআল্লাহ তা হবেই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান বেপারী, গাজীপুর জেলা ও মহানগর আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম ইকবাল হোসেন, এবি যুব পার্টির জেলা ও মহানগর আহ্বায়ক মাসুদ জমাদ্দার রানা, সদস্য সচিব এডভোকেট সুলতানা রাজিয়া, যুগ্ম সদস্য সচিব গোলাম সারোয়ার ও ডা. রফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলার নেতা কবির হোসেন ও জোবায়ের আহম্মেদ প্রমুখ।
আলোচনায় বক্তারা কাপাসিয়ায় এবি পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও জনগণের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞার কথা পুনর্ব্যক্ত করেন।