শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

যুবদল নেতাকে নিশংসভাবে হত্যা, খুলনায় উত্তেজনা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

খুলনায় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে (৩৮) গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মাহবুবুর রহমান মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার মো .আব্দুল করিম মোল্লার ছেলে। তিনি নগরীর দৌলতপুর থানা যুবদলের সাবেক সভাপতি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী। তিনি জানান, ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোসা ও একটি অব্যবহৃত গুলি উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে ও কারা তাকে হত্যা করতে পারে তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে বাড়ির সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুব। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তারা মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার পায়ের রগ কেটে দেয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, দুপুর দেড়টার দিকে মাহবুবুর রহমান বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময়ে হেলমেট পরা অবস্থায় তিনজন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। একটি গুলি তার মাথায় লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তরা তার মৃত্যু নিশ্চিত করতে দুই পায়ের রগ কেটে দেয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনসহ হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102