দেশের আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ঝড়ের সম্ভাবনা সম্পর্কে সতর্কতা জারি করেছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী এবং নোয়াখালী অঞ্চলের ওপর ঝড় আসার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষরিত সতর্ক বার্তায় বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সঙ্গে বজ্রবৃষ্টি ও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যা এলাকায় প্রবল ঝড়ের আভাস দেয়।
এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। নদীবন্দর কর্তৃপক্ষকে অবিলম্বে সতর্কতা বজায় রেখে নৌ চলাচল নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে, যাতে ঝড়ের প্রভাবে সৃষ্ট দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময় জনসাধারণকে প্রয়োজন ছাড়া নদী কিংবা জলপথে যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে এবং জরুরি প্রস্তুতি নেওয়ার জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আসন্ন ঝড়ের ফলে নদীবন্দরগুলো ও আশপাশের এলাকায় যেকোনো ধরণের বিপর্যয় এড়াতে সক্রিয় ভূমিকা পালন করার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছে আবহাওয়া অধিদপ্তর।