শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

মাওয়া টোল প্লাজার কাছে পাঁচ গাড়ির সংঘর্ষ, আহত ১২

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানার সামনে পাঁচটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খান বাড়ি চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানিয়েছেন, “পদ্মা সেতু উত্তর থানার সামনে খান বাড়ি চৌরাস্তায় পাঁচটি গাড়ির সংঘর্ষ হয়। গাড়িগুলোর মধ্যে দুটি মাইক্রোবাস ও তিনটি যাত্রীবাহী বাস রয়েছে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।”

তথ্য অনুযায়ী, এক্সপ্রেসওয়েতে একটি গাড়ি ব্রেক ফেল হয়ে অপর একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় পরপর আরও তিন গাড়ি একে অপরের পেছনে ধাক্কা দেয়। এতে মোট পাঁচটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, “একটি গাড়ি ব্রেক ফেল হওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে রেখেছি। এ ঘটনায় একজন গুরুতর আহত হলেও বাকিরা সামান্য আঘাত পেয়েছেন। বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102