বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শুক্রবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এক গুরুত্বপূর্ণ ভাষণে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শাসকদলকে কঠোর সমালোচনা করেছেন। তিনি ২০১১ সালের বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে দলের জনপ্রতিনিধি জয়নুল আবেদীন ফারুকসহ অন্যদের ওপর পুলিশের নৃশংস হামলার বিচারের দাবি জানান।
দুদু বলেন, “আগামী দিন কারা ক্ষমতায় যাবে তা পাগলও বুঝতে পারে। গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না।” তার মতে, দেশের গণতন্ত্র বিনষ্ট হলে সাধারণ মানুষ নিজের অধিকার থেকে বঞ্চিত হবে।
তিনি আরও উল্লেখ করেন, “যে দিন জয়নুল আবেদীন ফারুকের ওপর হামলা হয়েছিল সেদিন থেকেই শেখ হাসিনার পতন শুরু হয়ে গিয়েছিল। জনগণের উপর নির্যাতন কেমন, সেটা শেখ পরিবারের সবাই ভালো করেই জানে।” এই মন্তব্যে বিএনপির নেতার মধ্যে বর্তমান সরকারের প্রতি কড়া আক্রমণ লক্ষ্য করা যায়।
শামসুজ্জামান দুদুর এই বক্তব্য বিএনপির রাজনৈতিক পরিবেশ এবং বর্তমান সরকারের প্রতি বিরোধী মনোভাবকে সুস্পষ্ট করে তুলে ধরেছে। তিনি জনগণের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের গুরুত্ব আবারও সামনে এনেছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ঐতিহাসিক ওই ঘটনাটি দেশের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছিল, যখন শান্তিপূর্ণ আন্দোলন ভিন্নধর্মী উপায়ে দমন করা হয়। বিএনপি আজও সেই ঘটনার বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি করে আসছে।