২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ উভয়ই গত বছরের তুলনায় কমেছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে। জিপিএ-৫ পেয়েছেন মোট ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী।
পাসের হার ও ফলাফলের মান কিছুটা কমলেও মেয়েদের অর্জন ছিল চোখে পড়ার মতো। এবার পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ছাত্রী ছিল ৭,৭৯,৭৫৭ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫,৫১,০৭৭ জন। মেয়েদের গড় পাসের হার দাঁড়িয়েছে ৭০.৬৭ শতাংশ।
অন্যদিকে, ছেলেদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬,৯৯,৫৫৩ জন, পাস করেছে ৪,৫৫,৪৭৭ জন। ছেলেদের গড় পাসের হার ৬৫.১১ শতাংশ। ফলে পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীদের ব্যবধান ৩.৭৯ শতাংশ।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে রয়েছে। ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে প্রায় ৮,২০০ জন বেশি শিক্ষার্থী।
ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, শিক্ষার্থীর সংখ্যা ও পাসের হারে মেয়েদের আধিপত্য স্পষ্ট, যা দেশের নারী শিক্ষার ইতিবাচক অগ্রগতিকে তুলে ধরে।