ঢাকার আব্দুল্লাহপুর ফ্লাইওভার সংযোগ সড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২১) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেনা কল্যাণ ভবনগামী সংযোগ সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মাহফুজ বরিশালের হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। তিনি টঙ্গীর ব্লু ফ্যাশনে পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, ফ্লাইওভার থেকে নামার পথে সড়ক ও জনপদ অফিসের সামনে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তার ওপর আকস্মিকভাবে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে পায়ে একাধিক আঘাত করে পালিয়ে যায় তারা।
ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠান, তবে অতিরিক্ত রক্তক্ষরণে পথেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।
ঘটনার পর তার কাছে থাকা ব্যাগটি পাওয়া যাওয়ায় এটি ছিনতাই না অন্য কোনো উদ্দেশ্যে ঘটেছে—তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, টঙ্গী বিআরটি ফ্লাইওভার পুরোপুরি অসমাপ্ত অবস্থায় খুলে দেওয়া হয়েছে। অধিকাংশ স্থানে নেই আলো, সিসিটিভি বা নিরাপত্তা ব্যবস্থা, যার ফলে দিন-রাত নির্বিচারে ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
এর আগেও একাধিক ব্যক্তি এই ফ্লাইওভারে ছুরিকাঘাতের শিকার হয়েছেন। স্থানীয়রা অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।