রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

সাবেক রেলমন্ত্রীর দুটি বাড়ি জব্দ

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমের নামে থাকা উত্তরা মডেল টাউনের পাঁচ কাঠা জমির ওপর নির্মিত ছয়তলা বাড়ি এবং রাজবাড়ী জেলায় তিনতলা বাড়িসহ ৮০.৩৫ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

গত বুধবার (৯ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপপরিচালক মোজাম্মেল হোসেন জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আসামি জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার দায়ে মামলা করা হয়েছে। তিনি ঢাকা, রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের সময় এ পর্যন্ত তার স্বার্থসংশ্লিষ্ট স্থাবর সম্পদের তথ্য পাওয়া গিয়েছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১০ ও ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর ১৮ ধারার বিধান মতে ক্রোক করা একান্ত আবশ্যক।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102