এইচএসসি পরীক্ষা শেষ না হতেই ৬০% স্কলারশিপে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেব্রাস্কা-লিংকনে (University of Nebraska-Lincoln) পড়ার সুযোগ পেয়েছে বাংলাদেশী পরীক্ষার্থী সাজেদুর রহমান ফিয়াদ। চলতি বছরের শুরুতে মেইলে পাঠানো এক বার্তায় ফিয়াদকে এ তথ্য নিশ্চিত করেছে ইউনিভার্সিটি অব নেব্রাস্কা-লিংকন কতৃপক্ষ। ফিয়াদের এ সফলতায় খুশি পরিবারসহ সহপাঠীরাও।
জানা যায়, কোনো এজেন্সির সহায়তা ছাড়াই ফিয়াদ নিজ চেষ্টায় আইইএলটিএস থেকে শুরু করে আবেদন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি একাই সম্পন্ন করেছেন। মেধাবী এই শিক্ষার্থী বর্তমানে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। পরিবারের সঙ্গে উত্তরা ১৪ নম্বর সেক্টরে থাকেন ফিয়াদ।
নিজের সফলতা সম্পর্কে ফিয়াদ উত্তরা নিউজকে জানায়, আমি যখন জানতে পারলাম এইচএসসি রেজাল্ট ছাড়াও বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা যায় তখনই আমি আমেরিকার ইউনিভার্সিটি অব নেব্রাস্কা-লিংকন, ইউনিভার্সিটি অব ডেলাওয়্যার, মনটানা স্টেট ইউনিভার্সিটি, রলিন্স কলেজ, লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি, সোয়ার্থমোর কলেজ এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে আবেদন করি। তার মধ্যে ইউনিভার্সিটি অব নেব্রাস্কা-লিংকন, ইউনিভার্সিটি অব ডেলাওয়্যার, মনটানা স্টেট ইউনিভার্সিটি এবং লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ সহ অফার লেটার পাই । কিন্তু, আমি ইউনিভার্সিটি অব নেব্রাস্কা-লিংকনকে বেছে নিয়েছি।
নিজের স্বপ্ন নিয়ে ফিয়াদ উত্তরা নিউজকে বলেন, ফিজিক্স পড়তে আমার ভাল লাগে। ইচ্ছে আছে ফিজিক্সের ওপর গ্র্যাজুয়েশন এবং পিএইচডি করব। আমার স্বপ্নটা হচ্ছে- রিসার্চ সেন্টার তৈরি করে বাংলাদেশের জন্য কিছু করা।
ছেলের বিদেশে পড়ার সুযোগ পাওয়ার এমন সফলতার বিষয়ে ফিয়াদের বাবা মো. ফারুক মিয়া উত্তরা নিউজকে বলেন, ছোটবেলা থেকেই দেশের বাইরে পড়াশোনার প্রতি ওর আগ্রহ ছিল। আজ আমার ছেলে নিজের যোগ্যতায় আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে জেনে খুব ভাল লাগছে। আশা করি আমার ছেলে ভবিষ্যতে দেশের জন্য ভাল কিছু করবে ইনশাআল্লাহ।