শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

উত্তরায় জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলন

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ৯ জুলাই, ২০২৫
ফাইল ছবি | উত্তরা নিউজ

জুলাই গণআন্দোলনের অর্জনকে অর্থবহ করতে “জুলাই সনদ” ঘোষণা ও তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি মঙ্গলবার (৮ই জুলাই) বিকালে রাজধানীর উত্তরা পশ্চিম জোন জামায়াত আয়োজিত এক ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, “রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে এখনও অবৈধ শাসনের উত্তরসূরীরা সক্রিয় রয়েছে। তারা একদিকে অর্জিত বিজয়কে প্রশ্নবিদ্ধ করছে, অন্যদিকে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত।” তিনি এসব ষড়যন্ত্র মোকাবিলায় “জুলাই সনদ” প্রণয়ন এবং তা দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন।

তিনি আরও বলেন, “জুলাই গণহত্যার বিশ্বাসযোগ্য ও দৃশ্যমান বিচার, রাষ্ট্রীয় কাঠামোর প্রয়োজনীয় সংস্কার এবং পিআর পদ্ধতিতে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনই এখন সময়ের দাবি। অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ ঘোষণা করতে হবে।”

উক্ত প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম এবং সঞ্চালনা করেন উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

ইউনিট কাঠামোর গুরুত্ব তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, “ইসলামী আন্দোলনের প্রাণ হচ্ছে ইউনিট। এই ইউনিটকে শক্তিশালী ও কার্যকর করতে হবে। দাওয়াতি তৎপরতা বাড়াতে হবে এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে।”

তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান— জনগণের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করতে হবে, কুরআন-সুন্নাহর চর্চা বাড়াতে হবে এবং নেতৃত্বের গুণাবলি অর্জনে মনোনিবেশ করতে হবে।

সম্মেলনে মহানগর আমীর আরও বলেন, “সারা দেশে জামায়াতের পক্ষে ইতিবাচক গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ আর সাজানো ও প্রহসনের নির্বাচন চায় না। তারা সত্যিকারের সৎ নেতৃত্ব ও ইনসাফভিত্তিক শাসন চায়।”

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান— সকল দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, কোনো মহলের চাপে প্রভাবিত হওয়া যাবে না।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102