বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

গাজীপুরে আসক ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের উদ্বোধন

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ৯ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, গাজীপুর মহানগর শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ন্যায্যমূল্যে পণ্য বিতরণ, বৃক্ষরোপণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) বিকেল ৩টায় গাজীপুরার খরতৈলের জমজম টাওয়ারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা জেমস।

সংগঠনের গাজীপুর মহানগর কমিটির সভাপতি মোঃ বাবলু মিয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম মেহেদী হাসান ও পরিচালক (ব্যবস্থাপনা) মোঃ সোহেল মিয়া।

এই কার্যক্রমের আওতায় প্রায় এক হাজার দরিদ্র মানুষের মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল ও কাপড় কাচার পাউডার ন্যায্যমূল্যে বিতরণ করা হয়। একইসঙ্গে, পরিবেশ সচেতনতায় বৃক্ষরোপণ এবং স্বাস্থ্যসেবায় বিনামূল্যে চিকিৎসাসেবা চালু করা হয়েছে।

চেয়ারম্যান গোলাম মোস্তফা জেমস জানান, “প্রতিমাসে চারবার ন্যায্যমূল্যে পণ্য বিতরণ এবং একবার করে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে।” তিনি আরও বলেন, “এই কর্মসূচি কেবল গাজীপুর নয়, ধাপে ধাপে দেশের প্রতিটি জেলায় সম্প্রসারণ করা হবে।”

সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম মেহেদী হাসান বলেন, “আসক শুধু একটি নাম নয়, এটি একটি প্রতিজ্ঞা—মানবতার পাশে দাঁড়ানোর শপথ।”
পরিচালক সোহেল মিয়া জানান, “আমরা খাদ্য, স্বাস্থ্য ও পরিবেশ—এই তিনটিতেই জনগণের কল্যাণে কাজ করছি।”

আসক ফাউন্ডেশন (গভ: রেজি: ওঠ-০২/২০২৩) দীর্ঘদিন ধরে মানবাধিকার ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। গাজীপুরে শুরু হওয়া এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102