শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

উত্তরায় রাতুলের ওপর গুলি চালানো পুলিশ সদস্যের পরিচয় জানা গেল

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: বুধবার, ৯ জুলাই, ২০২৫

২০২৪ সালে জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় কলেজছাত্র রাইসুল ইসলাম রাতুলকে ডেকে নিয়ে গুলি চালানো সেই পুলিশ সদস্যের নাম পরিচয় জানা গেছে। কুখ্যাত ওই পুলিশ সদস্যের নাম হোসেন আলি।

মঙ্গলবার সন্ধ্যায় এক পোস্টে ওই পুলিশ সদস্যের নাম প্রকাশ করেছে জুলাই রেভুলেশন এলায়েন্স।

এ বিষয়ে নিজেদের ফেসবুক পেজে জেআরএ জানায়, রাতুল কে যে গুলি করেছিলো এই পুলিশের নাম হোসেন আলি তার বাড়ি হোসেনপুর , কিশোরগঞ্জ।

পোস্টে পর পর তিনটি ছবি দিয়ে জেআরএ জানায়, ১ম ছবিটা রাতুল এর গুলি করে পিছনে আসার সময় , ২য় ছবি ৫ আগষ্ট বিকেলে উত্তরা পূর্ব থানার সামনে।সেখানেই এই লোককে দেখা যাচ্ছে এগ্রেসিভ ভাবে গুলি চালাতে। তার চাকুরির বয়স প্রায় শেষ আর দুই বছর ও নাই। এই বয়সে এই লোকের এত এগ্রেসিভ হওয়ার কারন ছিলো শুধুমাত্র ই হাসিনাকে খুশি করার জন্য। সে কিশোরগঞ্জের। তার নাম হোসেন আলী , পিতার নাম ইমান আলী বাড়ি হোসেনপুর কিশোরগঞ্জ।

জানা যায়, রাতুলের পেটে গুলি চালানো পুলিশ সদস্য হোসেন আলী বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজের পর উত্তরার আজমপুর ফুটওভার ব্রিজের নিচে ডেকে নিয়ে রাইসুল রহমান রাতুলের পেটে গুলি চালায় দুই পুলিশ সদস্য। এ সংক্রান্ত একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। যেখানে দেখা যায়, রাতুলকে লক্ষ্য করে মাত্র এক হাত দূর থেকে গুলি চালায় ওই পুলিশ সদস্য।

এ ঘটনায় জড়িত সকল পুলিশ সদস্য ও নির্দেশদাতাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বৃহত্তর উত্তরার ছাত্র সমাজ।

 

#জি/টি

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102