বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের প্রতিটি ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচার করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এককভাবে হাজারো হত্যাকাণ্ডের দায়ে দায়ী এবং তার নেতৃত্বেই দেশে নির্যাতন ও নিপীড়নের সংস্কৃতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।
বুধবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন দলের এক নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, “আওয়ামী লীগের শাসনামলে হত্যা, গুম, খুন, নির্যাতনের সবচেয়ে বড় ভিকটিম বিএনপি। শেখ হাসিনার নেতৃত্বেই এই নিপীড়নের রাজনীতি চর্চিত হয়েছে। এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে—আমরা আশাবাদী, তিনি এবং যেসব ব্যক্তি এসব অপরাধে জড়িত, তাদের প্রত্যেকের বিচার হবে।”
তিনি আরও বলেন, দলগতভাবে কেউ জড়িত থাকলে সেক্ষেত্রে সংগঠন হিসেবেও বিচার হওয়া উচিত বলে মনে করেন তিনি।
মির্জা ফখরুলের এই মন্তব্য এমন সময় এলো যখন সরকারবিরোধী রাজনৈতিক অঙ্গনে অভিযোগের তীব্রতা বাড়ছে এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।