ঢাকার তুরাগ থানাধীন নিশাত নগরের মোল্লাবাড়ি এলাকায় অবস্থিত জেনেটিক এক্সেসরিজ বিডি এবং মোক্কা পেপার কাটিং নামের পাশাপাশি দুটি ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডের এ দুর্ঘটনা ঘটে ০৮ জুলাই ২০২৫, দিবাগত রাতে। খবর পেয়ে মাত্র দুই মিনিটের মধ্যে—রাত ১টা ৪৮ মিনিটে—উত্তরা ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে মোট ৩টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভাগ্যক্রমে এ দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হননি। তবে আগুনে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধার করা হয়েছে আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল।
ক্ষতিগ্রস্ত সরঞ্জাম ও মালামালের মধ্যে রয়েছে, ইনজেকশন মোল্ডিং মেশিন – ৪টি। কাটার মেশিন – ১টি। সুতা কাটিং – ১টি। মিক্সার মেশিন – ১টি। ব্যাটারি চালিত মোটরসাইকেল – ১টি। কুলিং টাওয়ার। পেপার রোল – ২০টি। কাটিং রোল – ৬০০টি। ভার্জিন রোল – ৪টি। ল্যাপটপ, কম্পিউটার, ফ্যান, প্লাস্টিক ও সিন্থেটিক জাতীয় উপকরণ।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্ত অনুযায়ী, আগুন লাগার কারণ ছিল বৈদ্যুতিক গোলযোগ। সময়োচিত পদক্ষেপ এবং দ্রুত আগমন না ঘটলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারতো বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।