বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

তারেক রহমান জিতে গেলে জিতে যাবে বাংলাদেশ

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

“যদি তারেক রহমান জিতে যান, জিতে যাবে বাংলাদেশ। যদি খালেদা জিয়া জিতে যান, জিতে যাবে বাংলাদেশ। কারণ বিএনপি জনগণের অধিকার ও দেশের মুক্তির রাজনীতি করে”—উত্তরখানে এক কর্মসূচিতে এসব কথা বলেন ঢাকা উত্তর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

সোমবার (৭ জুলাই) উত্তরখান মাজার এলাকায় বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা প্রচার ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ ও গুম হওয়া শিক্ষার্থীসহ নেতাকর্মীদের স্মরণ করেন এবং প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক বিচার হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে আর কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না, যেখানে গণতন্ত্র হরণ হবে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনেই জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এ কারণেই একটি বিশেষ চক্র চায় না, বাংলাদেশে দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক।”

প্রচারণা চলাকালে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সবাই রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন এবং জনগণের মাঝে তা ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102