মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

গান বন্ধে বলায় সেনাসদস্যকে হাতুড়িপেটা, আটক ৫

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ইঞ্জিনচালিত নৌকায় উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় এক সেনাসদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী। এতে তার বাঁ পা ভেঙে গেছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে এই ঘটনা ঘটে।

আহত সেনাসদস্যের নাম প্রশান্ত বৈদ্য (৩২)। তিনি নয়ানগর গ্রামের নকুল বৈদ্যের ছেলে এবং ঢাকার সাভার সেনানিবাসে কর্মরত।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ঘটনার পর রাজৈরের সেনাক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে রাত ১২টার দিকে পাঁচজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে।

আটককৃতরা হলেন বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রামের মৃণাল ভক্ত (৪২), রামানন্দ ভক্ত (৬৫), সুব্রত ভক্ত (২৭), সমর ভক্ত (৪১) ও আশুতোষ ভক্ত (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ জুলাই) ২০-২৫ জন যুবক ইঞ্জিনচালিত নৌকায় গান বাজাতে বাজাতে বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে আসে। এ সময় প্রশান্ত বৈদ্য তাদের দূরে গিয়ে গান বাজাতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে সোমবার দুপুরে প্রশান্তকে একা পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বিভাষ ভক্ত, শান্তি ভক্ত, রবিন ভক্ত, পার্থ ভক্ত, রাকেশ ভক্ত, অভিজিৎ ভক্ত, তুষার ভক্ত, মৃণাল ভক্তসহ ১০-১২ জন। তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে তার বাঁ পা ভেঙে দেয়।

স্থানীয়রা প্রথমে তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর অবস্থায় বরিশাল সিএমএইচে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় রাজৈর আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাসির ও কাইয়ুমের নেতৃত্বে রাতেই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। ওসি মাসুদ খান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102