মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

গাজায় ইসরায়েলী ৫ সেনা নিহত, বন্দির হুঁশিয়ারি

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গাজার উত্তরে বেইত হানুন এলাকায় একটি সুপরিকল্পিত হামলায় ইসরাইলি সেনাবাহিনীর ‘নেজাচ ইয়েহুদা ব্যাটালিয়ন’-এর পাঁচ সেনা নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার রাত ১০টার পর, পায়ে হেঁটে অভিযান চালানোর সময় রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত সেনারা হলেন, স্টাফ সার্জেন্ট মেইর শিমন আমার (২০), সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ, সার্জেন্ট বেনিয়ামিন আসুলিন (২৮), স্টাফ সার্জেন্ট নোয়াম আহরন মুসগাদিয়া (২০) ও স্টাফ সার্জেন্ট মোশে শমুয়েল নোল (২১)।

ইসরাইলি বাহিনী জানায়, আহত সেনাদের উদ্ধারে পাঠানো বাহিনীও জটিল প্রতিরোধের মুখে পড়ে, ফলে উদ্ধার তৎপরতা দীর্ঘায়িত হয়।

এই হামলার দায়িত্ব স্বীকার করে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড বলেছে, এটি ছিল একটি জটিল ও পরিকল্পিত প্রতিরোধ অভিযান। ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেন, “এটি ভঙ্গুর দখলদার বাহিনীর সবচেয়ে অপরাধী ইউনিটগুলোর মর্যাদায় সরাসরি আঘাত।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আরও সেনা নিহত ও বন্দি হওয়ার জন্য প্রস্তুত থাকুন। ভবিষ্যতের হামলায় হয়তো কাউকেই উদ্ধার করা সম্ভব হবে না।”

এর আগে ইসলামি জিহাদের ‘আল-কুদস ব্রিগেড’ গাজার শুজাইয়া এলাকায় পরিচালিত আরেক অভিযানে প্রায় ৪০ ইসরাইলি সেনাকে হতাহত করার দাবি করেছিল।

এদিকে চলমান যুদ্ধের ভয়াবহতায় গাজা এখন মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৭,৫০০-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102