সামাজিক যোগাযোগ মাধ্যমে লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুই নাইজেরিয়ান নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। তারা হলেন ফ্র্যাঙ্ক কোকো (৩৬), ইমানুয়েল (৩৬) এবং বাংলাদেশি নারী মোসা. সুইটি আক্তার (২৭)।
র্যাব জানায়, এই আন্তর্জাতিক প্রতারক চক্র ফেসবুকে ‘বিত্তবান বিদেশি’র ছদ্মবেশে বিনিয়োগের অফার, বিমানবন্দরে ডলারের প্যাকেজ পাঠানো কিংবা কাস্টমস ক্লিয়ারেন্সে দামি পণ্য ছাড় করানোর কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এ কাজে তারা জাল ছবি, ছাড়পত্র ও সার্টিফিকেট ব্যবহার করে।
সোমবার (৭ জুলাই) র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম জানান, গ্রেপ্তারদের কাছ থেকে দুটি নগদ ও বিকাশ অ্যাকাউন্টে প্রায় ১৮ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। চক্রটির আরও একাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে, যা শনাক্তের চেষ্টা চলছে।
রোববার রাত থেকে সোমবার পর্যন্ত রাজধানীর বসুন্ধরা ও পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ২টি ল্যাপটপ, ৪টি আইফোন, ৩টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, একটি ট্যাব ও একটি হার্ডড্রাইভ জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, ফ্র্যাঙ্ক কোকো এর আগেও র্যাব-১০ এর হাতে গ্রেপ্তার হয়েছিল, আর সুইটি আক্তার তিন মাস আগে চক্রটির সঙ্গে যুক্ত হন।