মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন

পিজিআর’র ৫০তম সুবর্ণ জয়ন্তী উদযাপন

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) সোমবার (৭ই জুলাই.২০২৫) তার সুবর্ণ জয়ন্তী তথা ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। ১৯৭৫ সালের ৫ জুলাই গঠিত এই গর্বিত রেজিমেন্ট দেশের ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে আছে।

উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, যিনি পিজিআর সদর দপ্তরে এসে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও পিজিআর কমান্ডারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভ্যর্থনা গ্রহণ করেন। রাষ্ট্রপতি কোয়ার্টার গার্ড পরিদর্শন করে পরিদর্শন বইয়ে সই করেন এবং পিজিআর-এর অফিসার ও জেসিওদের সাথে সৌজন্য বিনিময় করেন।

শহিদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআরের কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি মোবারকবাদ জানিয়ে বলেন, “পিজিআর-এর একাগ্রতা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ এবং পেশাগত দক্ষতা দেশের নিরাপত্তায় অপরিসীম অবদান রাখছে।” তিনি মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ করেন এবং বিশেষভাবে রেজিমেন্টের ৫ জন শহীদ সৈনিকের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, সিজিএস, প্রতিরক্ষা সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিবসহ অন্যান্য উচ্চ পদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি সর্বদা পিজিআর সদস্যদের নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রেখে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশনা প্রদান করেন এবং রেজিমেন্টের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।

পিজিআর-এর এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তাদের ঐতিহ্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের এক অনন্য উদাহরণ প্রতিষ্ঠিত হলো, যা দেশের নিরাপত্তা ও মর্যাদাকে সুসংহত করতে অবিচল ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102