মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এই ফল প্রকাশ করা হবে বলে মঙ্গলবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

ফল প্রকাশের এই প্রক্রিয়ায় পূর্বের নিয়মের কোনো পরিবর্তন আনা হয়নি। শিক্ষার্থীরা আগের মতোই অনলাইন এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে সহজেই ফল জানতে পারবে।

ফল জানার পদ্ধতি
শিক্ষার্থীরা ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত তথ্য প্রদান করে তাদের ফলাফল দেখতে পারবে। এ জন্য শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-তে গিয়ে বোর্ডের নাম, পরীক্ষার সন, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে এসএসসি পরীক্ষার ফল জানতে টাইপ করতে হবে:

SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার সাল

এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: SSC DHA 123456 2025।

মাদরাসা শিক্ষা বোর্ড
দাখিল পরীক্ষার ফল জানার জন্য প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। সে ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

Dakhil MAD রোল নম্বর পরীক্ষার সাল এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: Dakhil MAD 123456 2025। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে রেজিস্টারকৃত নম্বরে ফল পৌঁছে যাবে।

কারিগরি শিক্ষা বোর্ড
কারিগরি শিক্ষা বোর্ডের ফল পেতে মেসেজে লিখতে হবে:

SSC TEC রোল নম্বর ২০২৫

এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

শুধু ব্যক্তিগত ফল নয়, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলও জানা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ও রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। মোট ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী এক লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। মোট কেন্দ্র ৭২৫টি এবং প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ফল প্রকাশ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102