মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

উত্তরায় জাসাসের বর্ণাঢ্য কর্মী সম্মেলন হতে যাচ্ছে

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) -এর ঢাকা মহানগর উত্তর, উত্তরা পশ্চিম থানা শাখার উদ্যোগে একটি বৃহৎ কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই সম্মেলন আজ ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, বিকাল ৩টা থেকে উত্তরা সেক্টর-৭ এর মুগ্ধমঞ্চে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির শীর্ষ নেতা ডা. এ.জেড.এম জাহিদ হোসেন।

সমাবেশে স্থানীয় জাসাস নেতাকর্মীসহ সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে এক অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। রাজনৈতিক চেতনা ও সংস্কৃতির সমন্বয়ে এ সম্মেলনকে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

আয়োজকরা জানান, কর্মীদের উৎসাহ, ঐক্য এবং সাংস্কৃতিক জাগরণের প্রতিচ্ছবি হিসেবেই এই আয়োজনকে সফল করার আহ্বান জানানো হয়েছে।

জাসাস, উত্তরা পশ্চিম থানা শাখা সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক নাগরিককে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102