খেলাফত মজলিস ঢাকা বিভাগের ৫৬টি সংসদীয় আসনে সম্ভাব্য এমপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে। শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই তালিকা প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
মাওলানা আবদুল বাছিত আজাদ বলেন, “সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া জনগণের প্রকৃত কল্যাণ সম্ভব নয়। ইসলামী নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো সেবামূলক মানসিকতা।” তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ যে নতুন বাংলাদেশ কল্পনা করছে, সেটি বাস্তবায়নে আদর্শবান নেতৃত্ব প্রয়োজন।”
সভায় নেতারা প্রার্থীদের সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান এবং নির্বাচনমুখী প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস “দেয়াল ঘড়ি” প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এ সময় ঢাকা বিভাগের টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা মহানগর, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার ৫৬টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন দলের নায়েবে আমীর আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।