বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ১৯শে জুলাই শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আজ বিকেলে ৫টা ৩০ মিনিটে উত্তরা পশ্চিম থানা একটি বিশাল স্বাগত মিছিলের আয়োজন করে।
মিছিলটি উত্তরা খালপাড় থেকে শুরু হয়ে জমজম টাওয়ার, সিঙ্গারমোড় হয়ে ১২/১৩ মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিলের সময় ও স্থান নিয়ে উত্তরা পশ্চিম থানার পক্ষ থেকে সংশ্লিষ্টরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।
এই স্বাগত মিছিলটি বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানা শাখার সেক্রেটারি ফিরোজ আলমের সঞ্চালনায় এবং থানা আমীর মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ঢাকা মহানগর উত্তর শূরা সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিমের স্থানীয় জামাত ও ছাত্র শিবিরের থানা সভাপতি আশরাফ তাহের সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
স্থানীয় নেতারা উল্লেখ করেছেন, আগামী ১৯শে জুলাইয়ের জাতীয় সমাবেশ দেশের জন্য একটি ঐতিহাসিক ও শক্তিশালী রাজনৈতিক আয়োজন হবে এবং এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবে। সফল সমাবেশের জন্য সকল এলাকার মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানা ও জামায়াতে ইসলামীর নেতারা জনগণকে আগামী কার্যক্রম সম্পর্কে অবহিত এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।