মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

নাহিদকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন শহীদ পরিবার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৫ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বগুড়ায় পদযাত্রা শুরুর আগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় শহরের পর্যটন মোটেলে আয়োজিত এই সাক্ষাতে শহীদ পরিবারের সদস্যরা তাকে দেখে আবেগে কান্নায় ভেঙে পড়েন।

সাক্ষাৎকালে শহীদ পরিবারগুলো ২০২৪ সালের জুলাই-আগস্ট গণআন্দোলনে নিহতদের হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদের মাধ্যমে শহীদদের মর্যাদা ও আত্মত্যাগ নিশ্চিত করা হবে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ এবং পুলিশের যারা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছেন, তাদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে।’

তিনি আরও জানান, ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শহীদদের স্মরণে কর্মসূচি পালিত হবে। শহীদ পরিবারগুলোর প্রতি দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, ‘এই সম্পর্ক কেবল রাজনীতির জন্য নয়, এটি স্থায়ী। বর্তমান সরকার হোক বা ভবিষ্যতের যে কোনো সরকার—তাদেরকেই শহীদ পরিবারগুলোর আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে।’

সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে সাতমাথা পর্যন্ত এক বিশাল পদযাত্রায় অংশ নেন।

এছাড়াও এনসিপির উদ্যোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ও কিচক বন্দরে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় নেতারা গণআন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখা ও শহীদদের ন্যায্যতার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102