আসন্ন ১৯ জুলাই শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে উত্তরা পূর্ব থানা জামায়াত এক বিশাল মিছিলের আয়োজন করেছে। শুক্রবার দুপুর ২টায় উত্তরা বিডিআর মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে রাজউক কলেজের সামনে দিয়ে রাজলক্ষ্মী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর (উত্তরা পূর্ব জোন) পরিচালক জামাল উদ্দীন, উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পূর্ব থানা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হাসান রুবেল, তথ্য সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।
মিছিল চলাকালীন সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ হবে দেশের ইতিহাসে একটি গণতান্ত্রিক ও ঐতিহাসিক রাজনৈতিক মাইলফলক। সমাবেশে দেশব্যাপী লাখো মানুষ অংশগ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করছি।” তাঁরা আরও বলেন, “এই কর্মসূচিকে সফল করতে জনসম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।”
স্থানীয় নেতারা ভবিষ্যত কর্মসূচি সম্পর্কেও জনগণকে অবহিত করেন এবং সকলকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।