মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

“স্বৈরাচার-চাঁদাবাজ রুখতে হবে”—নাহিদ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ন্যাশনাল কনভেনশন পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন।” শুক্রবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী বাজারে এনসিপির নতুন উপজেলা কার্যালয় উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে গুটি কয়েক মানুষ স্বৈরাচার ও ফ্যাসিবাদ কায়েম করে দেশের সম্পদের মালিক হয়েছে। এই ‘নতুন জমিদারি’ ভাঙতে হবে। আমাদের আন্দোলন হবে যাতে আর কোনো স্বৈরাচার কিংবা চাঁদাবাজ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”

তিনি দাবি করেন, “একটি দলের অভ্যন্তরে যারা লুটপাট করে বিত্তবান হয়েছে, তারাই এখন দেশ ছেড়ে পালিয়েছে। বিপদের সময় তারা নিজ দলের কর্মীদের ফেলে রেখে বিদেশে আশ্রয় নিয়েছে। এটি কোনো প্রকৃত নেতৃত্বের পরিচয় হতে পারে না।”

সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, “পঞ্চগড়সহ বিভিন্ন সীমান্ত এলাকায় এখনো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। সরকার পরিবর্তনের পর সীমান্তে পুশইন শুরু হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়—এটা ছাত্র-জনতার বাংলাদেশ। যারা পাঠাতে চায়, তারা যেন হাসিনা ও তার দোসরদের পাঠায়, আমরা তাদের বিচার করবো। সীমান্তে পুশইন কোনোভাবেই বরদাশত করা হবে না।”

পথসভায় নাহিদ ইসলাম আরও বলেন, “ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যে স্বাধীনতা এনেছি, তা জনগণের সঙ্গে মিলে রক্ষা করবো।”

এর আগে তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলায় এনসিপির আয়োজনে “জুলাই পদযাত্রা”-র অংশ হিসেবে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। পথসভায় তিনি জানান, “১ জুলাই থেকে সারাদেশে এনসিপির উদ্যোগে শুরু হয়েছে জুলাই পদযাত্রা। অভ্যুত্থানের পর এই কর্মসূচির মাধ্যমে জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরা হচ্ছে।”

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, “পঞ্চগড়ের স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিষয়গুলো ইতোমধ্যে সারজিস আলম জনসমক্ষে তুলে ধরেছেন। এনসিপি জনগণের সমস্যাগুলোর সমাধানে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102