রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ সকাল ৮:৩০ মিনিটে ‘পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৫’ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ র্যালিটি সেক্টর পার্ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্কের সামনেই শেষ হয়।
র্যালিতে সেক্টরের সর্বস্তরের বাসিন্দারা অংশগ্রহণ করেন, যা এক গণসচেতনতামূলক উদ্যোগে রূপ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি শরীফ সান্টু। তিনি বলেন, “পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের নাগরিক দায়িত্ব। সকলে মিলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।”
সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন স্বাগত বক্তব্যে বলেন, “এই র্যালি কেবল প্রতীকী নয়, বরং এটি একটি বার্তা—সবাই মিলে সচেতন হলেই সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গড়া সম্ভব।” তিনি জানান, ভবিষ্যতে ঘরে ঘরে লিফলেট বিতরণ, ওয়ার্কশপ ও সচেতনতামূলক কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ খালেদুর রহমান। অংশগ্রহণ করেন ক্লাব-১২, ওমেন্স ওয়েলফেয়ার এসোসিয়েশন, ক্লাব স্পোর্টস স্পাইস (CSS), দ্যা উত্তরা ডাইনামিক, অবসর ক্লাব, উচ্ছ্বাসসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
র্যালি শেষে প্রতীকী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয় এবং আয়োজকবৃন্দ সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও সচেতন নগর গড়ে তোলা সম্ভব।