সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

উত্তরখানে আজ বিএনপির জনসম্পৃক্ততা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পরিচালনার ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরখান ও উত্তরার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আজ শুক্রবার (৪ঠা জুলাই) বাদ আসর, উত্তরখান থানার কাঁচকুড়া বাজার থেকে চামুরখান বাজার পর্যন্ত এবং উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ার থেকে খালপাড় পর্যন্ত এলাকাজুড়ে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে প্রচার অভিযান পরিচালিত হবে।

এদিকে, এ কর্মসূচিকে ঘিরে সকল পর্যায়ের প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিক ভাই-বোনদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন।

তিনি জানান, “সাংবাদিকদের সরব উপস্থিতি আমাদের কর্মসূচিকে আরও শক্তিশালী করবে এবং জনগণের সঙ্গে আমাদের দাবি ও আন্দোলনের বার্তা আরও গভীরভাবে পৌঁছে দিতে সহায়ক হবে।”

প্রচারণার অংশ হিসেবে বিকাল ৪টায় সেক্টর ১১-এর বড় মসজিদের পাশে বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হবে। এরপর বিকাল ৫টায় উত্তরখানের কাঁচকুড়া বাজারে মূল কর্মসূচি পরিচালিত হবে, যেখানে আফাজ উদ্দিন স্বশরীরে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন।

বিএনপি নেতৃবৃন্দ এই কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে রাষ্ট্র সংস্কার বিষয়ক দলীয় দৃষ্টিভঙ্গি পৌঁছে দিতে সচেষ্ট বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102