রাজধানী তুরাগের দিয়াবাড়ি এলাকা থেকে একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা ১৫ নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের পাশের একটি প্লটে মাটি খননের কাজ করার সময় মর্টার শেলটি পাওয়া যায়।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম উত্তরা নিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করি এবং উর্ধ্বতনদের নির্দেশে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে রাতেই দিয়াবাড়ির খালি জায়গায় মর্টার শেলটিকে ডিসপোজাল করা হয়েছে।
ওসি বলেন, আমরা জানতে পেরেছি কয়েক বছর আগে এয়ারপোর্ট এলাকা থেকে খনন করে মাটিগুলো দিয়াবাড়ির ওই স্থানে স্তূপ করা হয়েছিল। বর্তমানে নির্মাণ কাজ করার সময় মাটি সরানোর সময় এটি বেরিয়ে আসে।
ওসি মো. মনিরুল ইসলাম আরো বলেন, ধারণা করছি, এটি ১৯৭১ সালের যুদ্ধের সময়কার মর্টার শেল হবে।