বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন থেকে ধাক্কা, চালক নিহত

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা চাল বোঝাই একটি ট্রাককে পেছন থেকে আম বোঝাই আরেকটি ট্রাক ধাক্কা দেওয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক মো. হিমেল (২৪) দিনাজপুর সদরের গাবুরা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, চাল বোঝাই একটি ট্রাক নষ্ট হয়ে মহাসড়কের ওপরে দাঁড়িয়ে ছিল।

এ অবস্থায় আম বোঝাই আরেকটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছে পেছন থেকে চাল বোঝাই ট্রাকটিকে জোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক হিমেল গুরুতর আহত হন। তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
ক্ষতিগ্রস্ত ট্রাক দুটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। 

এদিকে নাটোর-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় আম বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বিপুল পরিমাণ আম নষ্ট হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, আম বোঝাই ট্রাকটি রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিল।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৭টার দিকে ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ট্রাকে থাকা আমগুলো ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়ে নষ্ট হয়েছে। তবে ট্রাকে থাকা কেউ হতাহত হয়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102