“সবুজে বাঁচুক স্মৃতি, সবুজে গড়ুক আগামী” এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ‘বিশ্ববিদ্যালয় দিবস’ ও মহান জুলাই শহীদদের স্মরণে শহীদুল্লাহ হল প্রাঙ্গণে আয়োজিত হলো এক অনুপ্রেরণামূলক বৃক্ষরোপণ কর্মসূচি।
আজ (বুধবার) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিটি সম্পন্ন হয়।
এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য এহসানুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসান সাদী খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য রুহুল আমিন। আরও উপস্থিত ছিলেন শহীদুল্লাহ হল ছাত্রদলের মাসুম বিল্লাল, মোসাদ্দেক আল শান্ত, মেহেদি হাসান ইফতি, আল হাদী, তানজিল, মামুন, জুবায়ের, মিরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এস ময় তারা হল প্রাঙ্গণে আম, পেয়ারা, কমলা, লেবু, নিমসহ আরও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, “আমরা বিশ্বাস করি, একটি গাছ শুধু প্রকৃতিকে নয়, স্মৃতিকে, ইতিহাসকে এবং ভবিষ্যতের স্বপ্নকেও বাঁচিয়ে রাখে। আমাদের এই কর্মসূচি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রতিশ্রুতি। আমরা চাই, তরুণ প্রজন্ম পরিবেশ-সচেতন হয়ে উঠুক এবং একটি সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখুক।”
এই উদ্যোগে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকরা বলেন, “গাছ শুধু ছায়া দেয় না, গড়ে তোলে মননশীল প্রজন্ম। তাই আজকের এই উদ্যোগ ভবিষ্যতের বাংলাদেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলবে বলে আমরা বিশ্বাস করি।”