ইউরোপজুড়ে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ। ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, গ্রিস, যুক্তরাজ্য এবং বলকান অঞ্চলের একাধিক দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা। ফ্রান্সের জলবায়ু বিষয়ক মন্ত্রী একে “নজিরবিহীন পরিস্থিতি” বলে আখ্যায়িত করেছেন।
মঙ্গলবার ফ্রান্সের ১৬টি অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’। আরও ৬৮টি অঞ্চলে রয়েছে ‘অরেঞ্জ অ্যালার্ট’। এর আগের দিন দেশটির ৯৬টি মূল ভূখণ্ড অঞ্চলের মধ্যে ৮৪টিতেই ছিল কম ঝুঁকির সতর্কতা।
তাপপ্রবাহ শুধু ফ্রান্সেই নয়, ছড়িয়ে পড়েছে দক্ষিণ ও পূর্ব ইউরোপজুড়ে। স্পেন ও পর্তুগালে জুন মাসের মধ্যে সর্বোচ্চ উষ্ণতম দিন রেকর্ড করা হয়েছে। তুরস্কের কিছু অঞ্চলে ইতোমধ্যেই দাবানলের খবর পাওয়া গেছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই তাপপ্রবাহের প্রভাবে জনস্বাস্থ্য, কৃষি ও বিদ্যুৎ ব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়তে পারে। ইউরোপের অধিকাংশ দেশে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রস্তুত রাখা হচ্ছে।